Back In My Coding Life !

অস্টম সেমিস্টার শেষে বাসা পালাটানোর দরূন মাঝখানে বেশ কিছুদিন সেভাবে কিছুই করা হয় নায়…না কোডিং না জিম না নামাজ ভাল করে পড়তে পেরেছি…আজকে থেকে আবার শুরু করেছি…দেখা যাক কি হয়…সুবীন ভাইয়ের বইটা শেষ করতে মন স্থির করেছি তারপর OOP এ সি++ এবং জাভা আর অ্যান্ড্রয়েড নিয়ে ঘাটাঘাটি…

জিম এ রেগুলার হওয়া টা খুব প্রয়োজন পাশাপাশি নামাজ টাও রেগুলার পড়াটা….আমি এখন যেখানে থাকি আমার ভার্সিটি থেকে খানিকটা দূরে…সাইকেল এ যাইতে ৩০ মিনিটের মতন লাগে…..যাই হোক আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আবার আমার কোডিং লাইফ 🙂

Spread the love