হার্ডডিস্ক পার্টিশান

নতুন হার্ড ডিস্ক টা অনেক দিন পর পারটিশান করতে বসলাম …এতদিন যে ড্রাইভটাতে উবুন্তু দিয়ে চালাচ্ছিলাম সেটায় এখন রিসাইজ করছি জিপার্টেড লাইভ দিয়ে…ইউএসবি থেকে বুট করা এটা

মান টা অনেক টা এরক ম
/dev/sdb1 উইন্ডোজ এর জন্য NTFS টা 170.83GiB বা 174932 MiB (NTFS)[primary]
/dev/sdb3 উবুন্তু এর জন্য 184998 MiB(Mebabytes) বা 180.66GiB (EXT4)[primary]
sdb3 কে ডিলিট ক রে দিইয়ে এভাবে সেটাপ ক রেছি যাতে উইন্ডোজ আর উবুন্তু পাশাপাশি সুন্দর করে থাকতে পারে
{
/dev/sdb7 29998(30000)MB root / ext4
/dev/sdb8 19998(20000)MB swap
/dev/sdb9 143977MB /home ext4
}
/dev/sdb2 Extended space e অ্যালোকেটেড করে
/dev/sdb5 ব্যাকাপ এর জন্য 928.77 GiB বা 951061 (NTFS)[logical]
/dev/sdb6 গেমস এর জন্য NTFS টা 500.60GiB বা 512618 (NTFS)[logical]
Unallocated স্পেস 82.15GiB

৪ টার বেশী প্রাইমারী পার্টিশান একটা হার্ড ডিস্ক এ বানানো যায় না…এখেত্রে এক্সটেন্ডেড ভার্শান ক রে নেয়া প্রয়োজন

আর আরেকটা কথা এক্সটেন্ডেড পার্টিশান কেবল একটাই থাকতে পারে মনে হয়

 

It would be a great help, if you support by sharing :)
Author: zakilive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *