সুরঙ্গের শেষ প্রান্তে কোনো আলোক বিন্দু নেই !
এ এক অদ্ভুত অনুভূতি!
আবেগের দেয়ালে কোনো রুপকথা লিখা নেই
এ এক অদ্ভুত অনুভূতি!
সৃষ্টির সজীবতা
হারিয়ে অকালেই
মোহ আর ত্যাগ দুটোরই বিপরীত
পার্থিব প্রেম
অযত্নের ভালবাসা
মিথ্যে অভিনয়, মিথ্যে ভাললাগা
অমানিশার আলোর মতন
নির্বাক চাহনী
অবেলার সাক্ষী আর ক্ষীয়মান কবিতা,
মনের গহীনে বিলীন
সুরঙ্গের শেষ প্রান্তে কোনো আলোক বিন্দু নেই !
– অস্পৃশ্য আলোকবর্তিকা